অনুপ্রবেশের অভিযোগ করে পাকিস্তানে গ্রেফতার দুই ভারতীয়


Odd বাংলা ডেস্ক: অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুজন ভারতীয়কে গ্রেফতার করল পাকিস্তান। ধৃত দুই ব্যক্তির পরিচয়ও জানা গিয়েছে, একজন হলেন মধ্যপ্রদেশের প্রশান্ত এবং অপরজন হলেন তেলেঙ্গানার দরিয়াল। সূত্রের খবর তাঁদের দুজনের কারওর কাছে পর্যাপ্ত প্রমাণ না থাকায় পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে খবর। 

গ্রেফতারা হওয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে মনে করা হচ্ছে। এমনকী তাকে কোনও সন্ত্রাসবাদী হামলার জন্য ভারত থেকে তাকে প্রেরণ করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশ দাবি, এর আগে অগাস্ট মাসে, ডেরা গাজি খান শহরে এক ভারতীয় গুপ্তচরকে গ্রেফতার করে একটি গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। 

রাজু লক্ষ্মণ নামে পরিচিত ভারতীয় গুপ্তচর বেলুচিস্তানে প্রদেশ থেকে শহরে ঢোকার সময়ে গ্রেফতার করা হয়। ঠিক যে জায়গা থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত ওই ভারতীয়কে পাক গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। 
Blogger দ্বারা পরিচালিত.