ভাঙল ৩ বছরের রেকর্ড, অক্টোবরে সর্বোচ্চ হল বেকারত্বের হার


Odd বাংলা ডেস্ক: চলতি বছরে অক্টোবর মাসে ভারতে বেকারত্বের হার এক লাফে ছুঁয়েছে ৮.৫ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সবথেকে বেশি। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-এর তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ২০১৬ সালের পর ২০২৯ সালের অক্টোবরে বেকারত্বের হার সর্বোচ্চ। 

প্রসঙ্গত, চাহিদা বাড়ানোর জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হচ্ছে। তবে দেশের  অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে যে মন্দা দেখা দিয়েছে, তার জেরেই চাকরির বাজার খারাপ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বরে বেকারত্বের হার ছিল ৭.২ শতাংশে। 

বর্তমানে যা পরিস্থিতি, তাতে অর্থনৈতিক অবস্থা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি জিডিপিও এক ধাক্কায় অনেকখানি নেমে গিয়েছে। ধস নেমেছে শেয়ারবাজারেও। আর এর মধ্যেই বেকারত্বের হার কম যাওয়ায় তা যে মোদী সরকারকে বেশ খানিকটা চাপের মুখে ফেলেছে সেকথা বলাই যায়।  
Blogger দ্বারা পরিচালিত.