অযোধ্যায় রাম মূর্তি গড়ার কাজে ৪৫০ কোটি টাকা অনুমোদন করল যোগী সরকার


Odd বাংলা ডেস্ক: যখন মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলার একটা প্রচেষ্টা চালানো খুবই জরুরি তখন, দেশের সরকার আরও একটি মূর্তি গড়ে তোলাই শ্রেয় বলে মনে করছে। কারণ বিভিন্ন সূত্রের খবর অনুসারে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি ২৫১ মিটার লম্বা রামমূর্তি গড়ে তোলার জন্য ৪৫০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছেন বলে খবর।


সূত্রের খবর, রাম নগরী অযোধ্যা প্রকল্পের অংশ হিসাবে সরযু নদীর তীরে এই রাম মন্দির গড়ে তোলা হবে। আরও জানা গিয়েছে, রামমূর্তির পাশাপাশি সেখানে একটি ডিজিটাল মিউজিয়াম, একটি গ্রন্থাগার, একটি ইন্টারপ্রিটেশন সেন্টার এবং একটি ফুড প্লাজাও তৈরি করা হবে। সেইসঙ্গে অযোধ্যার সৌন্দর্যায়ণের জন্য সেই টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে। এই মূর্তি তৈরির ঘোষণা করা হয়েছিল জুলাই মাসে। আর সেই মূর্তিটি স্ট্যাচু অব ইউনিটির থেকেও বড় হবে বলে জানা গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.