৫০টি ডিম খাওয়ার চ্যালেঞ্জ, ৪১ নম্বর খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল এক ব্যক্তি
Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের জউনপুর জেলায় ঘটে গিয়েছে এক অদ্ভুত দুর্ঘটনা। ডিম খাওয়ার বাজিতেযে জীবন যুদ্ধেই হার হবে তাঁর এ হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি। ডিম খাওয়ার বাজি ধরে মৃত্যু হল ৪২ বছরের সুভাষ যাদবের।
বিবিগঞ্জ মার্কেট চত্বরে দুই বন্ধু মিলে গিয়েছিলেন একসঙ্গে ডিম খাবেন বলে। কিন্তু খানিকক্ষণ পরেই দুজনের মধ্যে তর্ক লেগে গেলে ঠিক হয় যে তারা ডিম খাওয়ার বাজি ধরা হয় এবং ঠিক হয় যে, দুজনকে ৫০টা করে ডিম খেতে হবে এবং যে জিতবে সে ২০০০ টাকা পাবে।
বন্ধুর দেওয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করে সুভাষ। আর তারপরই ঘটে বিপত্তি। পরপর ৪১টি ডিম খাওয়ার পর ঠিক ৪২ নম্বর ডিম খেতে খেতেই সে ধীরে ধীরে অচেতন হতে শুরু করে। স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স-এ পাঠানো হয়, সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মারা যায় সঞ্জয়। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মাত্রায় খাওয়ার জন্যই এইভাবে মৃত্যু হয়েছে তার।
Post a Comment