গর্ভবতী বান্ধবীকে বন্দি করে পাশবিক অত্যাচার, খাওয়ানো হত টয়লেটের জল আর ব্লিচ!


Odd বাংলা ডেস্ক: এর আগে বহুবারই মানুষের বিকৃত মস্তিষ্কের শিকার হয়েছে পশুরা, কিন্তু মানুষের ওপর একজন মানুষ যে কী চরম বিকৃত মানসিকতার পরিচয় দিতে পারে, তা এই ঘটনা থেকে আরও স্পষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির এক বাসিন্দা তাঁর গর্ভবতী বান্ধবীকে বন্দি করে রেখেছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা ওই নারীকে জোর করে টয়লেটে জল এবং বাথরুম পরিষ্কার করার ব্লিচ খাওয়ানো হত বলেও অভিযোগ। 

মাত্র ২০ বছর বয়সী অন্তঃসত্ত্বা বান্ধবীর ওপর দিনের পর দিন অমানবিক অত্যাচার চালিয়ে গিয়েছেন ৪০ বছরের রুনি উইলিয়াম। শারীরিক অত্যাচার তো চলতই, সেইসঙ্গে তিনি এমন কিছু আচরণ করতেন, তাতে ওই ব্যক্তির মানসিক অবস্থা যে খুব একটা সুস্থ স্বাভাবিক নয়, সেকথা বলাই যায়। দিনে দিনে অত্যাচারের পরিমাণ বাড়তে থাকায় শেষের দিকে আর সহ্য করতে পারছিলেন না ওই তরুণী। এরপর প্রতিবেশীদের ভিডিও কলের মাধ্যমে সেই পাশবিক অত্যাচারের কথা তুলে ধরেন তিনি। 

আর এর পরই গোটা ঘটনাটি জানানো হয় পুলিশের কাছে। এরপর গোটা ঘটনার বিবরণ শুনে অভিযুক্ত রুনিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ নির্যাতন, বেআইনি অস্ত্র ব্যবহার করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তরুণীটি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। দিনের পর দিন তার ওপর যেধরনের পাশবিক অত্যাচার চালানো হয়েছে তাতে করে তার মানসিক স্বাস্থ্য ঠিক হতে সময় লাগবে বলেই মনে করছেন চিকিৎসকরা। 
Blogger দ্বারা পরিচালিত.