বিদেশি কুকুর নয়, ভারতীয় সেনাবাহিনীতে এই প্রথম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেশি পথ-সারমেয়দের


Odd বাংলা ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে বছরের পর বছর ধরে বহু বিদেশি সারমেয়কে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিতে কাজ করার উপযুক্ত করে তোলা হয়। জার্মান শেফার্ড, গ্রেট সুইস মাউন্টেন এবং ল্যাব্রাডর প্রজাতির কুকুরদেরই সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হত। কিন্তু ভারতে এই প্রথমবার দেশীয় সারমেয়দেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে খবর। 



আর এই উদ্যোগ এই প্রথমবার নিল উত্তরাখণ্ডের পুলিশ। তারাই রাস্তার কুকুরদের স্নিফার ডগের প্রশিক্ষণ দিয়েছিল। উত্তরাখণ্ড পুলিশের তরফে বেশ কয়েকটি ভিডিও শেয়াক করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে বিদেশি প্রজাতির সারমেয়দের থেকেও ভারতীয় সারমেয়রা বেশি ভাল অনুশীলন করছে। 

এদেশে রাস্তার কুকুরগুলি যেভাবে অযত্নে পড়ে থাকে তাতে পশুপ্রেমীরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। কারণ তাঁদের কথায় এর মাধ্যমে রাস্তার কুকুরগুলি যে শুধু মাথার ওপরে ছাদ পাবে তা নয়, বরং বিদেশি কুকুর কিনতে সেনাবাহিনী যে বিরাট অঙ্কের টাকা খরচ করে তাও অনেকটাই বাঁচবে। উত্তরাখণ্ড পুলিশের এই উদ্যোগ যাতে অন্যান্য রাজ্য পুলিশের তরফেও গ্রহণ করা হয় এখন সেই চেষ্টাই করা হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.