কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যার জের, আরও ১৩১ শ্রমিককে রাজ্যে ফেরানোর সিদ্ধান্ত মমতা সরকারের


Odd বাংলা ডেস্ক: কুলগামে শ্রমিক হত্যার জেরে, কাশ্মীর থেকে ১৩১ জন বাঙালি শ্রমিককে ফিরিয়ে আনা হবে। এদিনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দক্ষিণ কাশ্মীরের কুলগামে পাঁচজন বাঙালি শ্রমিকের নৃশংস হত্যার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিন মমতা বন্দোপাধ্যায় এদিন আরও বলেন, এ রাজ্য থেকে প্রায় ১৩১ জন শ্রমিক কাশ্মীরে গিয়েছেন। যাদের রাজ্য সরকারের সহায়তায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুরের বাসিন্দা, বলে জানান মুখ্যমন্ত্রী। 

সরকারের তরফে দুজন আধিকারিক ইতিমধ্যেই কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছে। তাদের ট্রেনে করে ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে পুলিশ অফিসার পাঠানো হবে গোটা বিষয়টি তদারকি করার জন্য, যাতে আরও যেসমস্ত শ্রমিকরা বাড়ি ফিরতে চান, তারাও ফিরতে পারেন।  
Blogger দ্বারা পরিচালিত.