প্রাণ নিতে নয়, সাধারণ মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এলেন স্বয়ং যমরাজ
Odd বাংলা ডেস্ক: নিত্যদিন রাস্তাঘাটে এবং বিশেষত ট্রেন লাইন পারাপার করার সময়ে বহু মানুষেরই প্রাণ যায় কেবল অসাবধানতায়। বা বলা চলে অনেক মানুষই এমন রয়েছেন যাঁরা ইচ্ছে করেই নিজের প্রাণের ঝুঁকি নিতে ভালবাসেন। তাই তাঁদের সাবধান করতে এবার পথে নামলেন স্বয়ং যমরাজ।
আদতে নিত্যযাত্রীদের সতর্ক করে তুলতেই এক অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিম রেলওয়ে এবং রেল সুরক্ষা বাহিনি। একজন আরপিএফ সেজেছেন যমরাজের বেশে, মাথায় সিং, হাতে গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রেলওয়ে স্টেশনে। মুম্বইয়ের আন্ধেরি এবং মালাড স্টেশনে এই ছবিই ধরা পড়েছিল সাধারণ মানুষদের চোখে।
Mumbai: Western Railway, with Railway Protection Force (RPF), is creating an awareness among people about the dangers of trespassing & crossing railway lines. A man costumed as ‘Yamraj’ is providing safety awareness info to people & intervening to stop them from walking on tracks pic.twitter.com/0qnXsUiHHC— ANI (@ANI) November 8, 2019
যমরাজ একপ্রকার দায়িত্ব নিয়েই সেদিন সকল নিত্যযাত্রীদের সতর্ক করছেন। যারাই নিয়ম না মেনে রেল লাইন পারাপার করছেন, তাদেরকে সতর্ক করছেন আবার প্রয়োজনে কাউকে রেল লাইন থেকে কাঁধে তুলে প্লাটফর্মে নিয়ে আসছেন। এমন দৃশ্য থেকে কার্যত অবাকই হন সকলে। তবে মজার ছলে হলেও রেলের এই সিদ্ধান্তকে কুর্ণিশ জানান সকলে।
Post a Comment