নাগরিকত্ব বিল পরিবর্তন হলে কী সমস্যা হবে? কেন এত ভয়?

১) ২০১৯ সালের ৮ জানুয়ারি লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে যায়।

২) প্রথম মোদী সরকারই চেয়েছিল এই বিল সংসদের দুই কক্ষে পাস করিয়ে নিয়ে। তৎপরও হয় সরকার। কিন্তু লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি।

৩) সংসদের নিয়ম অনুযায়ী লোকসভায় পাস হওয়া বিল রাজ্য সভায় পেশ না হলে তামাদি হয়ে যায়। সেই নিয়মে নাগরিকত্ব সংশোধনী বিলও তামাদি হয়ে যায়।

৪) সোমবার থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে এই বিল ফের আনা হচ্ছে। লক্ষ্য দুই কক্ষেই বিল পাস করানো।

৫) বিরোধীরা প্রথম থেকেই বলে আসছে, এই বিলে মুসলিম ধর্মাবলম্বীদের টার্গেট করছে সরকার।

৬) সরকারের বক্তব্য, মুসলিম প্রধান দেশের যে সব সংখ্যালঘু ধর্মাবলম্বীরা ধর্মীয় কারণে হিংসার

৭) কিন্তু এই বিলে কোথাও বিদেশ থেকে আগত মুসলিমদের কী হবে সেটা নিয়ে কোনো বক্তব্য পেশ করা হয়নি। তাহলে? 

কিন্তু এর পাশপাশি কোথাও এটাও উল্লেখ করা হয়নি যে অহিন্দুদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে কেন এত আতঙ্ক? 
Blogger দ্বারা পরিচালিত.