ভগবান বিষ্ণু শূকরের রূপ ধরেছিলেন কেন?
Odd বাংলা ডেস্ক: বিষ্ণুলোকে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী রূপে নিযুক্ত হয়েছিলেন জয় ও বিজয় নামে দুই ভাই। শ্রীহরির প্রতি ভক্তি ও বিশ্বস্ততায় তারা ছিলেন অদ্বিতীয়। একবার কয়েকজন ঋষি, বালকের ছদ্মবেশে ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে এলেন। জয় ও বিজয় ঋষিদের বালক সুলভ চেহারা দেখে তাচ্ছিল্য ভরে জানালেন, শ্রীহরি এখন বিশ্রাম করছেন। তাই ভিতরে যাওয়া যাবে না। ক্রুদ্ধ হয়ে ঋষিগন তাদের অভিশাপ দিলেন যে, তোমরা শ্রীবিষ্ণুর চরণ থেকে বঞ্চিত হবে, তোমাদের দেবত্ব লোপ পাবে এবং পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করবে। কাঁদতে কাঁদতে দুই ভাই শ্রীহরির পায়ে গিয়ে পড়লেন। বিষ্ণু জানালেন, ঋষিদের অভিশাপ ব্যর্থ হবে না।
তবে তাদের শাপমুক্তির দুটি পথ আছে। প্রথমত, তারা সাতবার পৃথিবীতে মনুষ্য জন্ম ভোগ করে আবার বিষ্ণুলোকে ফিরতে পারবে। এবং দ্বিতীয়ত, তারা তিনবার পৃথিবীতে ভগবান বিষ্ণুর শত্রু হিসাবে জন্ম গ্রহণ করবে এবং তিনি নিজে তাদের হত্যা করবেন। জয় বিজয় জানালেন তারা সাত জন্ম পর্যন্ত শ্রীহরিকে ছেড়ে থাকতে পারবেন না। শত্রু হলেও তারা তিন জন্মকেই বেছে নিতে চান। শ্রীবিষ্ণু বললেন, তথাস্তু। ঋষিদের অভিশাপে পৃথিবীতে রাক্ষস বংশে জয় ও বিজয় যথাক্রমে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেন। দুই ভাইই ছিলেন অত্যন্ত নির্মম ও পরম বিষ্ণু বিদ্বেষী। তাদের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ।
রাজা হয়ে হিরণ্যাক্ষ স্বর্গ মর্ত্য পাতালের অধীশ্বর হবার বাসনায় পিতামহ ব্রহ্মার তপস্যা শুরু করলেন। দীর্ঘ ও কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সামনে আবির্ভূত হয়ে মনমত বর প্রার্থনা করতে বললেন। হিরণ্যাক্ষ, দেব, দানব, মানব ও অন্যান্য প্রণীর নাম উল্লেখ করে জানালেন এরা কেউ যেন তাকে পরাজিত করতে না পারেন। ব্রহ্মা বললেন তথাস্তু। একে একে স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর নাম উল্লেখ করলেও হিরণ্যাক্ষ বন্য শূকরের নাম উল্লেখ করতে ভুলে যান। ব্রহ্মার বরে বলীয়ান হয়ে তিনি সমগ্র পৃথিবীকে দখল করে তাকে সমুদ্রের অতলে লুকিয়ে রাখেন। সকল দেবতাগন পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণুর স্মরনাপন্ন হন। বিষ্ণু জানতেন একমাত্র বন্য বরাহ ই হিরণ্যাক্ষকে বধ করতে পারে। তাই তিনি বন্য বরাহের রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে আক্রমণ করেন। এটিই হল ভগবান বিষ্ণুর বরাহ অবতার। এক হাজার বছর যুদ্ধ চলার পর বরাহ রূপী বিষ্ণু হিরণ্যাক্ষকে হত্যা করেন। এবং বিশাল দুই দাঁতে করে পৃথিবীকে সমুদ্রের তলা থেকে তুলে আনেন।
Post a Comment