#উপনির্বাচন: রাজ্যের এই উপনির্বাচন কেন গুরুত্বপূর্ণ


 রাজ্য ডেস্ক: সোমবার পশ্চিমবঙ্গের তিনটি আসনে বিধানসভা উপনির্বাচন। ভোট হচ্ছে কালিয়াগঞ্জ, খড়গপুর এবং করিমপুরে। ভোটগ্রহণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের পাশাপাশি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর ওই তিনটি আসনে ভোটের ফল প্রকাশিত হবে।

এই উপনির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় পুরপ্রধান প্রদীপ সরকারকে। করিমপুরে ঘাসফুলের প্রার্থী বিমলেন্দু সিংহ রায় এবং কালিয়াগঞ্জে তপন দেব সিংহ। অন্যদিকে, করিমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। অন্য দু'টি কেন্দ্র খড়গপুর সদরে প্রেমচাঁদ ঝা এবং কালিয়াগঞ্জে কমলচন্দ্র সরকার পদ্ম প্রতীকে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোট হয়েছে। বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবেই করিমপুরে লড়াই করবেন সিপিএমের তরুণ আইনজীবী গোলাম রাব্বি। অন্যদিকে, কালিয়াগঞ্জে প্রয়াত প্রমথনাথ রায়ের মেয়ে ধীতশ্রী রায় এবং খড়্গপুরে পুর-কাউন্সিলর চিত্তরঞ্জন মণ্ডল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন। বামেরা তাঁদের সমর্থন জানিয়েছে।


২০১৬-র বিধানসভা নির্বাচনে করিমপুরে জিতেছিল তৃণমূল। খড়গপুর সদরে বিজেপি এবং কালিয়াগঞ্জে কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্রের সমীকরণে অবশ্য বদল এসেছে। করিমপুরে তৃণমূল লিড নিতে পারলেও খড়গপুরের সঙ্গে কালিয়াগঞ্জেও বিজেপি বিপুল লিড নিয়েছিল। বাম-কংগ্রেসের জোট হওয়ায় এই তিন কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা।
Blogger দ্বারা পরিচালিত.