উপনির্বাচনে তবে কি বিজেপি শূণ্য?


Odd বাংলা ডেস্ক: করিমপুরে লিড আরও বাড়ল তৃণমূলের৷ পঞ্চম রাুন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সাহা৷  খড়গপুরে অষ্টম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস৷ আর এদিকে কালিয়াগঞ্জে তৃণমূলের তরফে তপন দেব সিংহর জয় হয়েছে। নামে তিন আসনে উপনির্বাচন। কিন্তু আদতে এর ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছু। বাংলার রাজনীতির হাওয়ামোরগ কোনদিকে মুখ করে আছে, জানিয়ে দেবে খড়্গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জে উপনির্বাচনের ফলাফল। আর এমতাবস্থায় এখন চাপে রাজ্য বিজেপি। কারন খোদ দিলীপ ঘোষের কেন্দ্রেই তৃণমূলের জয় হতে চলেছে । অসমে এনআরসি, কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি, অযোধ্যা রায়ের মতো ঘটনাগুলির পরে প্রথম নির্বাচন পশ্চিমবঙ্গে৷ খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সেমি ফাইনাল হিসেবেই ধরা যেতে পারে তিন কেন্দ্রের উপনির্বাচনকে৷ বিজেপি ও তৃণমূলের কাছে তাই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ 
Blogger দ্বারা পরিচালিত.