হাজির শীত, আপনার ত্বক রেডি তো?



 কালীপুজোর পর থেকে ত্বক ফাটতে শুরু করে। তাই ত্বকের যত্ন নিতে হলে আপনাকে সবার আগে মুখের দিকে নজর দিতে হবে। 

১.নিয়মিত মুখে ক্লিনজিং, টোনিং,ময়শচারাইজিং এর সাথে সপ্তাহে একদিন স্ক্রাবিং আর হাইডরেশন মাস্ক লাগানো আবশ্যক।   ২. রান্নাঘরের টুকিটাকি জিনিস দিয়ে ত্বকের যত্ন নিতে পারি। পাঁচ চা চামচ মধু, দুই চা চামচ হলুদ, পরিমাণ মতো বেসন দুধের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে   স্নানের আগে দশ থেকে পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রাখার পর স্ক্রাব করে ধুয়ে ফেলুন।  ৩.পা ফাটার জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে পা ধুয়ে মাখন লাগিয়ে প্লাস্টিক রাপার দিয়ে পায়ে সারারাত  মুড়িয়ে রাখার পর সকালে ঘুম থেকে উঠে পা মুছে পা ধুয়ে ফেলুন।

[লেখক নিজে একজন স্কিন ও হেয়ার এক্সপার্ট]
Blogger দ্বারা পরিচালিত.