মহিলার গলায় শক্ত করে পেঁচিয়ে ৮ ফুটের লম্বা অজগর! কী হল তারপর...
Odd বাংলা ডেস্ক: কার মৃত্যু যে কীভাবে আসে তা কি কেউ বলতে পারে। ঠিক বছর ৩৩-এর এই মহিলারও যে এইভাবে মৃত্যু হতে পারে তা হয়তো তিনি নিজেই কোনওদিনও ভাবেননি। সকালবেলা তাঁকে বাড়ির বাইরে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে আসেন আশেপাশের মানুষজন। কিন্তু ততক্ষণ যা হওয়ার হয়ে গিয়েছে!
কারণ, তার গলায় জড়িয়ে রয়েছে আস্ত একটা অজগর। আর মাটিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে ২২ বছর বয়সী লারা হার্স্ট-এর নিথর দেহ। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা! ঘটনাটি ঘটেছে অক্সফোর্ডে। বিষয়টি প্রথম নজরে আসে তাঁরই এক প্রতিবেশির। তিনিই ফোন করে পুলিশ এবং হাসপাতালে খবর দেন।
ঘটনাস্থলে পুলিশ এসে গোটা বিষয়টি তদন্ত করে জানান সাপটি তার গলায় এমনভাবে পেঁচিয়ে ধরেছিল, তার জেরেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এমনকী চিকিৎসকরা এসেও দেখেন যে তার গলায় শক্ত করে পেঁচিয়ে ধরে রয়েছে সাপটি। তাই এরপর বনদফতরে খবর দেওয়া হলে বনদতরের কর্মীরাই এসে সাপটিকে বের করেন। এরপর তদন্ত করে জানা যায় ওই মহিলা নিজের বাড়িতে ১৪০ প্রজাতির সাপ রেখেছিলেন। তবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা অনুসন্ধান করতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
Post a Comment