তুষার ধসে কাশ্মীরের কুপওয়াড়ায় নিহত ১ জওয়ান, নিখোঁজ ২


Odd বাংলা ডেস্ক: বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় তংধর এলাকায় একটি সেনা পোস্টে তুষার ধসের ঘটনায় একজন ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত আরও দুজন সেনা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সেনাদের উদ্ধার করতে শুরু হয়েছে। সূত্রের তরফে জানা গিয়েছে, উদ্ধারকারীকা একজন সেনাকে উদ্ধার করতে সফল হয়েছে। 

বান্দিপাড়া জেলার গুরেজ সেক্টরে সেনাবাহিনীর একটি পোস্টেও তুষারপাত হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে যে, কিছু জওয়ান বরফের নিচে আটকে পড়েছে এবং আটকে পড়া জওয়ানদের উদ্ধারে  শুরু হয়েছে অভিযান। ৩০ নভেম্বর সকালে সেনাবাহিনীর একটি টহল দল সকালে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দক্ষিণের সিয়াচেন হিমবাহ অঞ্চলে একটি তুষারপাতের কবলে পড়েছিল, যার ফলে দু'জন কর্মীর মৃত্যু হয়। জানা গেছে, দক্ষিণ সিয়াচেন হিমবাহে সেনাবাহিনীর টহল দলটি ১৮,০০০ ফুট উচ্চতায় কাজ করছিল, তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল।

উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানে সাহায্যের জন্য সেনা হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছনোর পরে তারা আবিস্কার করে যে, সেনাবাহিনির দলটি তুষারের একটি ঘন স্তরের নীটে আটকে পড়েছিল। সেনাবাহিনীর দু'জন সদস্য অবশ্য তুষারপাতের মধ্যেই প্রাণ হারান। সেনাদের উদ্ধারের পরে হেলিকপ্টারে করে আহতদের আর্মি বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
Blogger দ্বারা পরিচালিত.