নির্ভয়ার ধর্ষকদের নিজে হাতে ফাঁসি দিতে চায় সাধারণ মানুষ, তিহাড়ে জমা পড়ল চিঠি


Odd বাংলা ডেস্ক: ২০১৬ সালে রাজধানীর বুকে ঘটে যাওয়া নির্ভয়া গণধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত চার আসামীকে শীঘ্রই ফাঁসি দেওয়া হবে বলে খবর। দিন কয়েক আগে বিহারের জেলে ফাঁসির দড়ি তৈরির বরাত দেওয়ার খবর পাওয়ার পর থেকেই চার আসামীর ফাঁসির দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে যে, ওই দড়ি তাদের জন্য বানানোর বরাত দেওয়া হয়েছে। 

তবে এর মধ্যেই তিহার জেলে ১৫টি চিঠি এসে জমা হয়েছে। তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নির্ভয়ার ধর্ষকদের নিজের হাতে ফাঁসি দেওয়ার ইচ্ছা জানিয়ে তিহার জেলে চিঠি পাঠিয়েছে তারা। তবে শুধু এদেশ থেকেই নয়, দেশের বাইরে থেকেও চিঠি এসে পৌঁছতে শুরু করেছে তিহার জেলে। 

এক আধিকারিকের তরফে জানানো হয়েছে, ধর্ষকদের নিজে হাতে ফাঁসি দেওয়ার জন্য দিল্লি, মুম্বই, ছত্তিশগড়, গুরুগ্রাম, কেরল, তামিলনাড়ু এবং লন্ডন থেকে দুটি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও চিঠি আসতে শুরু করেছে। চিঠি প্রেরণকারীদের মধ্যে একজন প্রবীণ নাগরিক, আইনজীবি, চাটার্ড অ্যাকাউন্টেন্টও রয়েছেন। 

প্রসঙ্গত, জেলের মধ্যে কড়া পাহাড়ায় রাখা হয়েছে ধর্ষণকারীদের। তাদের গতিবিধিরল ওপর নিরন্তর নজর রাখা হচ্ছে বলেও খবর। 
Blogger দ্বারা পরিচালিত.