ভুয়ো ডিগ্রি দেখিয়ে চাকরি, বরখাস্ত করা হল ১৯০ জন স্কুল শিক্ষকের
Odd বাংলা ডেস্ক: ভুয়ো ডিগ্রিধারী ডাক্তারের পর এবার শিক্ষক। ভুয়ো বিএড ডিগ্রি দেখিয়ে চাকরি পাওয়ায় আজ বরখাস্ত করা হল ১৯০ জন স্কুল শিক্ষকের। এদিন উত্তরপ্রদেশের মৈনপুরী, এটাহ জেলায় শিক্ষকদের বরখাস্ত করে দেয় রাজ্যের বুনিয়াদি শিক্ষা দফতর। সূত্রের খবর, এটাহ জেলার মোট ১১৬ জন এবং মৈনপুরীতে ৭৪ জনকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এমনকী আরও বহু শিক্ষকের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে বলেও জানা গিয়েছে।
বিশেষ তদন্তকারী দল শিক্ষকদের পেশ করা নথিগুলিতে গরমিল পাওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করে উত্তরপ্রদেশ সরকার।ভুয়ো ডিগ্রিধারী শিক্ষকদের সনাক্ত করতে ২০১৭ সালেই তদন্তের নির্দেশ দেয় উত্তর পুলিসের ডিজিপি। এরপর বিশেষ তদন্তকারী দলের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আগ্রা বিশ্ববিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠানের তরফে মোট ৪,৭০৪ জনকে ভুয়ো ডিগ্রি বিলি করেছে বলে জানা গিয়েছে। যার মধ্যে ১,৪২৪ জন ওই ডিগ্রি দেখিয়ে স্কুল শিক্ষকের চাকরিও পেয়ে যান।
বুনিয়াদী শিক্ষা বিভাগে দিব্যি চাকরি করে চলেছিলেন তাঁরা। উত্তর প্রদেশের বুনিয়াদী শিক্ষা সচিব রুবি সিং জানিয়েছেন এযাবত ১৯০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর ৬১৮ জনের বহিষ্কারের প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে আদালত। উত্তরপ্রদেশের আরও ১১টি জেলায় তদন্ত শুরু করা হয়েছে।
Post a Comment