ইউনেস্কোর হেরিটেজ তালিকায় নাম লেখাতে চলেছে থাইল্যান্ডের এই বিশেষ মাসাজ
Odd বাংলা ডেস্ক: মাসাজ বা স্পায়ের নাম শুনলেই থাইল্যান্ডের কথাই প্রথম মাথায় আসে, কারণ থাই মাসাজের খ্যাতি কিন্তু জগতজোড়া। প্রায় ২০০০ বছররে পুরনো মাসাজ নুয়াদ থাই খুব শীঘ্রই এবার স্থান পেতে চলেছে ইউনেস্কোর হেরিটেজ তালিকায়।
সব কিছু ঠিকঠাক থাকলে এবছরই ইউনেস্কোর তকমা পেতে চলেছে জগতজোড়া খ্যাতি সম্পন্ন থাই মাসাজ। প্রসঙ্গত, 'নুয়াদ থাই' নামে এই থাই মাসাজ ফর্মটি প্রায় ২০০০ বছরেরও বেশি সময় ধরে থাইল্যান্ডের ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছিল যখন, The Reclining Buddha School-টি শুরু হয়েছিল। এর ওয়াট ফো মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে বছরের পর বছর ধরে প্রায় ২ লক্ষেরও বেশি মাসাজ এক্সপার্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা বর্তমানে প্রায় ১৪৫টি দেশে প্র্যাকটিস করছে।
এই নুয়াদ থাই হল এক নিবিড় মাসাজ ফর্ম যেখানে হাতের আঙুল, কনুই, হাঁটু এবং পায়ের সাহায্যে শরীররে স্ট্রেচ এবং ট্যুইস্ট করা হয়। এই মাসাজ শরীরের বিভিন্ন আক্যুপাংচার পয়েন্টগুলিকে লক্ষ্য করে করা হয়, যার সাহায্যে রক্তসঞ্চালনের উন্নতি ঘটে। পেশীর যন্ত্রণা নিরাময়ে এই মাসাজ বিশেষ কার্যকর।
Post a Comment