তীব্র শৈত্যপ্রবাহ বাংলাদেশে, ঠাণ্ডায় প্রাণ হারালেন ৫০ জন


Odd বাংলা ডেস্ক: নভেম্বর মাসের পর থেকেই কনকনে ঠান্ডা পড়তে শুরু করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। তীব্র শৈত্যপ্রবাহ ও বৃষ্টির জেরে ইতিমধ্যেই বাংলাদেশে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ একাধিক রাজ্যে গত কয়েকদিনে তীব্র শৈত্যপ্রবাহের জেরে সাধারণ জনজীবন ব্যহত হয়েছিল। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল-এর মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত তীব্র ঠান্ডার জেরে শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে প্রায় ১৭ জন মারা গিয়েছে। 

বাংলাদেশের উত্তরাঞ্চলে খোলা আকাশের নীচে বসবাস করেন বহু মানুষ। এমন খোলা স্থানে বসবাসের কারণেও বহু মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এমন ঠান্ডাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 
Blogger দ্বারা পরিচালিত.