মাস কমিউনিকেশনের ছাত্রী মুসলমান, তাই সমাবর্তনে ঢুকতে বাধা, বিজেপির মুখে আরও কালি


Odd বাংলা ডেস্ক: সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাকি ছাত্রছাত্রীদের মতোই এসেছিলেন রাবেহা। স্নাতকোত্তরে ভাল ফল করার দরুণ সোনার মেডেল পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই তাঁকে বাইরে ডেকে নিয়ে যান এক পুলিশকর্মী। রাবেহার অভিযোগ, পুলিশের স্পেশ্যাল সুপারিন্টেনডেন্ট তাঁকে ডেকে বলেন “আপনার সঙ্গে কিছু কথা আছে। বাইরে আসুন।“ ছাত্রীর দাবি এরপর প্রায় ঘণ্টাখানেক হলের বাইরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে তাঁর সঙ্গে কথা বলতে আসেননি কোনও পুলিশকর্মী। বাইরে থেকে ততক্ষণে রাবেহা বুঝতে পারেন রাষ্ট্রপতির বক্তৃতা শুরু হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে। রাবেহা একজন মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রী।   
Blogger দ্বারা পরিচালিত.