তাপমাত্রা ৫ ডিগ্রি, যে কোনো সময় হতে পারে মাওবাদী হামলা, তবু ভোটের লাইন ঝাড়খণ্ডে
Odd বাংলা ডেস্ক: পারদ সূচক বলছে বাংলার শৈলশহর দার্জিলিংয়ে তখন তাপমাত্রা ১১ ডিগ্রি । শীতের কামড়ে দার্জিলিং-কে ‘মু তোড়’ জবাব দিয়েছে ঝাড়খণ্ডের এই জেলা। ঝাড়খণ্ডের কাঁকে জেলায় পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। এদিকে ভোট চলছে। ভোটের লাইনে লম্বা সারি। মাওবাদী হামলার আশঙ্কায় সকাল থেকেই লম্বা লাইন। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে অন্যতম নজরকাড়া প্রার্থী মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি লড়ছেন পূর্ব জামশেদপুর থেকে। বিজেপি বনাম জেএমএম-কংগ্রেস-আরজেডি মহাজোটের লড়াই চলছে। ৫ দফায় হবে নির্বাচন।
Post a Comment