সুইস ব্যাঙ্কে কার কত টাকা আছে, সেই তথ্য কেন লুকিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার?
Odd বাংলা ডেস্ক: তথ্যের অধিকার আইনে জানতে চাওয়া হয়েছিল, কোন দেশ থেকে কত কালো টাকা উদ্ধার করা হয়েছে। সেই প্রশ্নেরও উত্তর দেয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তথ্যের অধিকার আইনে পিটিআইয়ের এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে, “কর সংক্রান্ত চুক্তি অনুযায়ী এই ধরনের তথ্য আদানপ্রদান করা গোপনীয়তার মধ্যে পড়ে। সুতরাং তথ্যের অধিকার আইনের ৮(১)(এ) এবং ৮(১)(এফ) ধারায় অন্য কোনও দেশের সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য চাওয়া এবং প্রদান করাকে বাদ রাখা হয়েছে।” তথ্যের অধিকার আইনের ৮(১)(এ) ধারায় “ভারতের নিরাপত্তা, কৌশল, বিজ্ঞান ও অর্থনীতি সংক্রান্ত এমন তথ্য যেখানে দেশের স্বার্থ জড়িত রয়েছে, বৈদেশিক সম্পর্কের সঙ্গে যুক্ত কোনও বিষয় এবং কোনও অপরাধে প্ররোচনা দিতে পারে” এমন কোনও তথ্য প্রকাশের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।
Post a Comment