অবশেষে জানা গেল মালদায় আগুনে ঝলসানো তরুণীর পরিচয়
Odd বাংলা ডেস্ক: গত বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি গ্রামে একটি আম বাগানের মধ্যে থেকে উদ্ধার হয় ওই তরুণীর অর্ধনগ্ন এবং অগ্নিদগ্ধ দেহ। ভোরবেলা চাষের কাজ করতে যাওয়ার সময় বাগানের মধ্যে তরুণীর ঝলসানো দেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ধর্ষণ করে ওই যুবতীকে খুন করার পর প্রমাণ লোপাটের জন্য আগুনে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান তেমনটাই।
কিন্তু কিছুতেই পুলিশ তাঁর পরিচয় জানতে পারছিল না। অবশেষে জানা গেল কে এই তরুণী। সূত্রের খবর অনুযায়ী মৃত তরুণীর বয়স ২৪ বছর। বাড়ি শিলিগুড়ির অম্বিকানগরে। বিবাহবিচ্ছিন্না ওই তরুণীর দুই ছেলে মেয়ে রয়েছে। ২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পাঁচ ডিসেম্বর কোতোয়ালির টিপাজানি গ্রাম থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
Post a Comment