"ধর্ষকের লিঙ্গে কনডোম পরিয়ে তাঁকে সাহায্য করুন" দক্ষিণী পরিচালকের মন্তব্যে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়


Odd বাংলা ডেস্ক: কয়েকদিন আগে কেরলের কংগ্রেস সাংসদ হিবি ইডেনের স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল বিতর্কঝড়। তিনি সেখানে লিখেছিলেন ভাগ্য অনেকটা ধর্ষণের মতো। যদি বাধা দিতে ব্যর্থ হন তাহলে বরং উপভোগ করুন। এবার তার থেকে আরও এক কাঠি বেড়ে ধর্ষকদের কনডোম দিয়ে সাহায্য করার কথা বললেন দক্ষিণের পরিচালক ডানিয়েল শ্রাবণ। তাঁর বক্তব্য ধর্ষণে বাধা দিলেই হচ্ছে মৃত্যু। ধর্ষকরা মেয়েটিকে মেরে ফেলছে। তাই মেয়েদের উচিত ধর্ষককে কনডোম দিয়ে সাহায্য করা। এবং যাতে তাঁকে খুন না করে তাই ধর্ষণে সহায়তাই একমাত্র রাস্তা। পাশাপাশি ধর্ষণকে আইনত বৈধ করার কথাও বলেছেন এই পরিচালক।
 

যদিও কয়েক ঘন্টার মধ্যেই এই  ড্যানিয়েল এই পোস্টটা ডিলিট করে দেন। কিন্তু তবুও তার স্ক্রিণ শট নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে দাবি উঠেছে তার কড়া শাস্তির।
Blogger দ্বারা পরিচালিত.