বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশি হলেই বাড়ে কাজে অনীহা ও মানসিক চাপ, বলছে সমীক্ষা


Odd বাংলা ডেস্ক: বেশিরভাগ মানুষের অফিস থেকে বাড়ির দূরত্ব খুবই বেশি হয়ে থাকে। বাড়ির কাছেই অফিস- এমন ভাগ্যবানের সংখ্যা নেহাত খুব একটা বেশি নয়। তবে যাদের এমনিতেই বাড়ি থেকে অফিস অনেক দূরে তাঁদের নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়, যার মধ্যে অন্যতম হল ট্রাফিক জ্যাম। তবে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, নিত্যদিন যাঁরা দীর্ঘ পথ অতিক্রম করে অফিসে যান, তাঁদের থেকে যাঁরা কম দূরত্বে হাঁটা পথে অফিসে যান, তাঁরা অনেক বেশি নিজেদের কাজের সন্তুষ্টি বেশি করে উপভোগ করেন। 

ইংল্যান্ডের ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল, কোনও ব্যক্তি যাতায়াতের ক্ষেত্রে ব্যয় করা সময় এবং কাজের প্রতি কতখানি সন্তুষ্টি বোধ করে তার মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছে। একটি সমীক্ষায় তাঁরা দেখতে পেয়েছেন, চাকরি ক্ষেত্রে যাতায়াতের সময়ে প্রতিটি অতিরিক্ত মিনিট কাজের প্রতি এবং অবসর সময়ের সন্তুষ্টি উভয়ই হ্রাস করে এবং একইসঙ্গে কাজে অনীহা এবং মানসিক স্বাস্থ্যেরও অবণতি ঘটায়। 

এই একই গবেষণায় আরও দেখা গিয়েছে যে, ২০ মিনিট অতিরিক্ত সময় অতিবাহিত করলে তা কর্মচারীদের মনে ১৯ শতাংশ মাইনে কেটে নেওয়ার প্রভাব পড়ে, ,যার ফলে কোনও কর্মচারী কাজের প্রতি আনন্দ উপভোগ করেন না। অন্যদিকে বাড়ি থেকে যাদের অফিসের দূরত্ব কম তারা তাদের কর্মজীবন অনেক বেশি করে উপভোগ করে।
Blogger দ্বারা পরিচালিত.