রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমবে তাপমাত্রার পারদ, হাড়-হিম হবে রাতের কলকাতা
Odd বাংলা ডেস্ক: যতই রাত বাড়বে ততই তাপমাত্রার পারদ হবে নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রিতে এবং ২৯ ডিসেম্বর তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে রাতের দিকে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলেও পূর্বাভাস জারি করা হয়েছে।তবে আগামী বছরের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে আগামী কাল থেকে আকাশ পরিষ্কার থাকবে।
Post a Comment