পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে AIMIM, মুসলমান ভোট নিয়ে চিন্তায় তৃণমূল
Odd বাংলা ডেস্ক: মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিম নিয়ে দলের কোর গ্রুপের বর্ধিত বৈঠকে নেতাদের পইপই করে বুঝিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূমেও হয়ে গেল এই দলের একটি বৈঠক। ক্রমশ বাংলার মুসলিমরা ঝুঁকছে এই দলটির দিকে। এদিকে মঙ্গলবার মিমের তরফে বলা হয়েছে ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁরা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা রালি করতে চলেছে। এর মূল উদ্দেশ্য ২০২১ সালের ভোটে বিশেষ পরিমাণে ভোট পাওয়া বাংলায়।
হায়দরাবাদের এই দল ক্রমেই মাথাব্যথার কারণ হয়ে উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি জনসভায় নাম না করে ওয়াইসসির দলকে আক্রমণও করেছেন। তারই জবাবে রাজ্যের মুসলমানদের অবস্থার কথা বলেন ওয়াইসি। রাজ্যের ২৯৪ আসনে এবার তারা প্রার্থী দিলে মুসলমান ভোট ভাগ হয়ে যেতে পারে, তাতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের যতটা ক্ষতি, বিজেপির ঠিক ততটাই লাভ।
বাংলায় তৃণমূলের অন্যতম মজবুত ভোট ব্যাঙ্কও তো সংখ্যালঘুরাই। পর্যবেক্ষকদের মতে, এখন মিম যদি বলে, এরপর 'মিশন বাংলা', দিদির চিন্তা হবে না! হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনায় ইতিমধ্যেই তলে তলে সংগঠন গোছানোর কাজ শুরু করে দিয়েছে দক্ষিণ ভারতের এই দল। কিন্তু কোচবিহারে একেবারে ঢাকঢোল বাজিয়ে নিজেদের সদস্য সংগ্রহ অভিযান শুরু করে দিয়েছে ওয়েসি বাহিনী।
Post a Comment