ফের নোটবন্দি ঘিরে জল্পনা তুঙ্গে, ছোট সংস্থা নিচ্ছে না ২০০০ টাকার নোট
Odd বাংলা ডেস্ক: বেশ কয়েক মাস ধরেই গুজবটা চলছিল যে, ২০০০ টাকার নোট বাতিল হতে চলেছে। সেই ধারণা আরও একবার উস্কে দিল। কারণ ছোট ছোট কিছু সংস্থা তাদের অ্যাকাউন্টেন্টদের ২০০০ টাকার গোলাপী নোট না গ্রহণ করার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে কর্ণাটকের বেঙ্গালুরু-ভিত্তিক একটি সংস্থার নির্দেশিকা। যদিও সেই নির্দেশিকার সত্যতা যাচাই করেনি Odd বাংলা ডট কম। সেই নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোম্পানির হিসাবরক্ষকরা যেন কারওর কাছ থেকে নগদ ২০০০ টাকার নোট না নেওয়া হয়। এবং ২০০০ টাকার নোট থাকলে তারা যেন অবিলম্বে তা ব্যাঙ্কে জমা করেন।
প্রসঙ্গত, এখনও কিন্তু সরকারিভাবে নোট বাতিলের কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বয়ং জানিয়েছিলেন যে, কিছু অসাধু ব্যবসায়ী ২০০০ টাকার নোট ব্যবহার করে কালো টাকা মজুত করতে চাইছে। আর এরপরই ধীরে ধীরে বাজার থেকে গোলাপী নোট তুলে নিতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
Post a Comment