নতুন বছরে আর খুলবে না গরীবের হাসপাতাল 'আনন্দলোক'


Odd বাংলা ডেস্ক: হাসপাতাল সূত্রের খবর, এই প্রথম নয়। ২০১৭ সালেও ঘটেছিল একই ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পিএফের টাকা জমা না দেওয়ায় অভিযোগে বন্ধ হয়ে গেছিল হাসপাতাল। কয়েক দিন বন্ধ থাকার পরে ফের খুলেছিল হাসপাতাল। এই বার আর সেই সম্ভাবনা নেই বলেই জানা গেছে। কিন্তু এমন আচমকা বন্ধ হওয়ার কারণ কী? কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের লোকসান ক্রমেই বাড়ছে। কেউ বা কারা গুজব রটিয়েছে, হাসপাতালের ডোনেশনের টাকা ব্যক্তিগত স্তরে নয়ছয় হয়। ফলে ডোনেশন বন্ধ হয়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের। যার জেরে ঠিকমতো টাকা পাচ্ছেন না কর্মীরা। ফলে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এমনকি জানা গেছে, ১ জানুয়ারি থেকে কোনও কর্মীকে আর বেতন বা বকেয়া টাকাও দেওয়া হবে না। এই নির্দেশ মানবেন না বলে জানিয়েছেন কর্মীরা। কর্তৃপক্ষের দাবি, আগে হাসপাতালের আয় হত ১২-১৩ লক্ষ টাকার কাছাকাছি। এখন সেই আয়ের অঙ্ক ৩-৪ লক্ষ টাকায় নেমেছে। এর জন্য দায়ী করা হয়েছে কর্মীদেরই। তাঁদের ইউনিয়নের জন্যই নাকি হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।
লকআউটের খবর পেয়েই সোমবার সকাল থেকে হাসপাতাল ছাড়তে শুরু করেছেন রোগীরা। বেজায় সমস্যায় পড়েছেন আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের পরিবার। চিকিৎসা চলাকালীন কী ভাবে তাঁদের অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, তা ভেবেই পাচ্ছেন না তাঁরা। অন্য দিকে কর্মীদের ক্ষোভ, তাঁরা বকেয়া টাকা পাননি বলে।
Blogger দ্বারা পরিচালিত.