মহাভারত নিয়ে ফাজলামি, শশী থারুরের নামে গ্রেফতারি পরোয়ানা


Odd বাংলা ডেস্ক: ৩০ বছর আগের পাপের মাশুল গুণতে হচ্ছে এখন।  তিরিশ বছর আগের একটি উপন্যাস নিয়ে বিপাকে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। তিরুবনন্তপুরমের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল তাঁর বিরুদ্ধে।

ওই বিতর্কিত উপন্যাস ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল’ সম্পর্কে অভিযোগ, বইয়ের একটি অংশে ‘নায়ার’ মহিলাদের অবমাননা করা হয়েছে। শনিবারই ছিল মামলার প্রথম শুনানির দিন। শশী তারুরের তরফে জানানো হয়েছে, আদালতের জারি করা সমনে কেবল সময় উল্লেখ করা ছিল। তারিখটা দেওয়া ছিল ‌না। তাই হাজিরা দেওয়া হয়নি। এই গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হবে বলেও জানানো হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতকে ফুটিয়ে তোলা হয় মহাভারতের আদলে। কেবল স্বাধীনতা আন্দোলনই নয়। স্বাধীনতা পরবর্তী প্রথম ৩০ বছর সময়কালও উপন্যাসে পৌরাণিক কাহিনীর আদলে তুলে ধরেন তিনি।
Blogger দ্বারা পরিচালিত.