আকাশ ছোঁয়া দাম রুখতে মিশর ও তুরস্ক থেকে কয়েক হাজার টন পেঁয়াজ আমদানি করবে কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: পেঁয়াজের বর্ধিত মূল্যের জেরে সাধারণ মানুষের চোখের জলে-নাকের জলে হওয়ার জোগাড়। পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে খানিকটা রাশ টানার জন্য এবার এক অভিনব উপায় গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর তুরস্ক থেকে ১১,০০০ টন পেঁয়াজ আমদানি করা হবে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে পেঁয়াজের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। 

পাশাপাশি পাবলিক সেক্টর ফার্মের তরফে ইতিমধ্যেই মিশর থেকে ৬,০৯০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। গত মাসে কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে ১.২ লক্ষ টন পেঁয়াজ আমদামি অনুমোদন করেছিল, যাতে দেশের মধ্যে পেঁয়াজের সরবরাহ সঠিক রেখে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখা যায়। সেইসঙ্গে পেঁয়াজ রফতানি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে বড় শহরগুলিতে পেঁয়াজের দাম ৭০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.