মাত্র ৩৪ বছর বয়সেই দেশের প্রধানমন্ত্রী, চিনে নিন বিশ্বের সর্বকনিষ্ঠ এই 'দেশনায়ক'-কে
Odd বাংলা ডেস্ক: বয়স মাত্র ৩৪, আর এই বয়সেই বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। ফিনল্যান্ডের ইতিহাসে তো বটেই সেই সঙ্গে সারা বিশ্বের ইতিহাসেও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দৃষ্টান্ত রাখলেন সান্না মেরিন।
প্রসঙ্গত, ফিনল্যান্ডের ফিনিশ সোশ্যাল ডেমোক্র্যাট-এর সদস্যদের আস্থাভোটে ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী তথা প্রতিদ্বন্দ্বী অ্যান্তি রিনকে ৩২-২৯ ভোটে হারান সানা। এর আগে ২০১৫ সাল থেকে সানা তাঁর দলের একজন আইনপ্রণেতা এবং সহ-সভাপতি হিসাবে কাজ করে এসেছেন। তবে এর পাশাপাশি গত সপ্তাহ পর্যন্তও ফিনল্যান্ডের পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
সর্বকনিষ্ট প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর সংবাদমাধ্যমে সানা বলেন, 'আমাদের পুনরায় আস্থা অর্জনে একত্র হয়ে অনেক কাজ করতে হবে।' বয়স নিয়ে প্রশ্ন করা হলে সানার সাফ জবাব, তিনি তাঁর বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনও ভাবেননি, যে কারণে রাজনীতিতে এসেছেন সর্বদা তা নিয়েই ভেবেছেন। মঙ্গলবার ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানা।
Post a Comment