তীব্র দাবদাহের জের, তাপপ্রবাহে রান্না হয়ে গেল দেড় কেজি মাংসও!


Odd বাংলা ডেস্ক: প্রকৃতির কি অদ্ভুত রূপ। একদিকে যেমন বরফের চাদরে মুড়েছে একাধিক দেশ, তেমনই অন্যদিকে তাপপ্রবাহের দগ্ধ হচ্ছে অস্ট্রেলিয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার তাপপ্রবাহ এমন পরিস্থিতি ধারণ করেছে, যেখানে পূর্বের তাপপ্রবাহের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে। 

অস্ট্রেলিয়ার পার্থের স্টু পেঙ্গালি তাপপ্রবাহকে কাজে লাগিয়েছেন একেবারে অন্যভাবে। তীব্র দাবদাহের জেরে গাড়ির ভেতরেই রান্না হয়ে গিয়েছে সুস্বাদু মাংস। স্টু আরও জানান যে, প্রায় দেড় কেজি ওজনের একটি শুয়োকেক মাংস ৩৯ ডিগ্রি তাপমাত্রায় প্রায় ১০ ঘণ্টা ধরে রান্না করেছেন তিনি। তাঁর এই পরীক্ষা যে এত সুন্দরভাবে কার্যকর হবেন তা নিজেও বিশ্বাস করতে পারেননি তিনি। এমনকি পোস্ট করে রান্না হওয়া মাংসের ছবিও দিয়েছেন তিনি।  দেখুন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট-


Blogger দ্বারা পরিচালিত.