ফিরে দেখা ২০১৯: সবচেয়ে বেশি রান হাঁকানোয় প্রথম দশে কারা


Odd বাংলা ডেস্ক: শীর্ষে রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটে এবছর সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন হিটম্যান রোহিত শর্মা। যার মধ্যে ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন হিটম্যান। সব মিলিয়ে ওডিআইয়ে ২৮ম্যাচের ২৭ ইনিংসে খেলে রোহিতের সংগ্রহ ১৪৯০ রান। 

বিরাট কোহলি। আন্তর্জাতিক রানের বিচারে শীর্ষে থেকে বছর শেষ করলেও ওডিআইয় ক্রিকেটে রান হাঁকানোয় এবছর রোহিতের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কিং কোহলি। এবছর ২৬ ম্যাচে ২৫ ইনিংস খেলেছেন বিরাট। এই ২৫ ইনিংসে ৫টি সেঞ্চুর হাঁকিয়েছেন। ওডিআইয়ে এবছর বিরাটের মোট রান ১৩৭৭। 

সাই হোপ ২৮ ম্যাচের ২৬ ইনিংসে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন হোপ। ওডিআই ক্রিকেটে এবছর তাঁর সংগ্রহ ১৩৪৫ রান। ২০১৯ সালে ওডিআইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ওপেনার। 

অ্যারন ফিঞ্চ বিশ্বকাপে এবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৩ রান হাঁকিয়েছিলেন। ওডিআইয়ে এবছর ২৩ ইনিংস খেলে ফিঞ্চের সংগ্রহ ১১৪১ রান।৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিঞ্চ

Blogger দ্বারা পরিচালিত.