ভূত বিদ্যায় ডিগ্রি অর্জন করতে চান? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশেষ কোর্স
Odd বাংলা ডেস্ক: ভূত-প্রেত-দৈত্য-দানব- সহজ কথায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কি আপনার আগ্রহ রয়েছে? তাহলে সেই নিয়ে এবার পড়াশোনা করার সুযোগ করে দিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এবার 'ভূত বিদ্যা' বা প্যারানর্মাল বিজ্ঞান নিয়ে শুরু হচ্ছে ৬ মাসের একটি সার্টিফিকেট কোর্স।
জানুয়ারীতেই শুরু হতে চলেছে প্রথম পর্বের ক্লাস। কোর্স চলাকালীন চিকিৎসকদের সাইকোথেরাপি এবং সাইকোসমাটিক ডিসঅর্ডার সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই কোর্সটি আয়ুর্বেদ-এর শিক্ষকদের দ্বারা পরিচালিত হবে।
ব্যাচেলার অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (BAMS) এবং ব্যাচেলার অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অব সার্জারি (MBBS) ডিগ্রি থাকলে চিকিৎসকরা এই কোর্সে নাম নথিভুক্ত করতে পারবেন। প্রসঙ্গত, দেশে প্রথমবারের জন্য কোনও বিশ্ববিদ্যালয়ে ভূত বিদ্যার পৃথক ইউনিট তৈরি করা হল।
আয়ুর্বেদ বিভাগের ডিন যামিনি ভূষণ ত্রিপাঠি জানিয়েছেন, অষ্টাঙ্গ আয়ুর্বেদের আটটি প্রাথমিক শাখার মধ্যে অন্যতম হল ভূতবিদ্যা। এটি ভূত সম্পর্কিত অসুস্থতা এবং সাইকোসোমাটিক ব্যাধিগুলির চিকিৎসার আয়ুর্বেদিক প্রতিকারের সঙ্গে সম্পর্কিত।
Post a Comment