ছেলে দোষী হলে তাকেও একইভাবে পুড়িয়ে মারা হোক: এমনই আর্জি জানালেন ধর্ষণে অভিযুক্তের মা


Odd বাংলা ডেস্ক: হায়দরাবাদের ২৬ বছরের তরুণী পশু চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত চারজনের মৃত্যুদণ্ডের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। আর মধ্যে ন্যায্য বিচারের দাবি করলেন দুজন অভিযুক্তের বাবা-মা। তাঁদের দাবি, তাঁদের ছেলে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের যেন ন্যায্য শাস্তি প্রদান করা হয়। 

বৃহস্পতিবার হায়দরাবাদের উপকণ্ঠে শাদননগর সীমান্তের চতানপল্লী গ্রামে গণ ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারা হয় তরুণী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে। গণধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত অন্যতম এক অভিযুক্ত চেন্নেকশভুলুর মা জয়াম্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে তাকেও পুড়িয়ে মারা হোক। আমার সন্তান আমার কেউ নয়। যা ভুল তা ভুল। তিনি (মৃতার মা) নয় মাস গর্ভে ধারণ করার পর তাঁর মেয়েকে জন্ম দিয়েছেন, তারপর তাঁর সন্তান যদি এইরকম অপরাধের শিকার হন, তাহলে ,সেই মা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে....। আমার নিজেরও একটি মেয়ে রয়েছে, সেও জানে তাঁর (নির্যাতিতা) মায়ের ওপর দিয়ে কী চলছে।'

জায়াম্মা আরও জানিয়েছেন, এই নির্মম হত্যাকাণ্ডে অভিযুক্ত অন্যতম অভিযুক্ত আরিফ মঙ্গলবার চেন্নেকশভুলুকে তাদের সঙ্গে করে নিয়ে যেতে তাদের বাড়িতে এসেছিল। তিনি আরও জানান, চেন্নেকশভুলু গত ছয় মাস ধরে কাজে বেরোতে পারত না। নিজামস ইন্সটিটিউট অব মেডিকেল কলেজ হাসপাতালে তার কিডনির চিকিৎসা চলছিল। তিনি আরও বলেন যে, 'আমরা বিশ্বাস করি না যে সে এই অপরাধ করেছে, তবে সে যদি সত্যিই তা করে থাকে তাহলে তার যথার্থ শাস্তি হওয়া উচিত।' একইভাবে এই ঘটনায় মূল অভিযুক্ত আরিফ-এর বাবাও জানিয়েছেন, তাঁর ছেলের যেন যথাযোগ্য শাস্তি হয়। 
Blogger দ্বারা পরিচালিত.