জাতের রাজনীতি করতে গিয়েই কি বিজেপির এই হার ঝাড়খণ্ডে
Odd বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে শিবসেনার জোট বাঁধার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, “বিজেপি পাঁচ বছর ঝাড়খণ্ডে শাসন করেছে। মোদীজি ও অমিত শাহজি সেখানে পুর্ণ শক্তি নিয়োগ করেছিলেন। মোদীজির নামে বিজেপি ভোট চেয়েছিল। কিন্তু তার পরেও এই অবস্থা হল কেন? আসলে নতুন আইন বিজেপিকে সাহায্য করেনি। বরং তার জন্যই আর একটি রাজ্য তাদের হাতছাড়া হল।” এরপর সঞ্জয় রাউত বলেন, “আমার মনে হয়, বিজেপির ভাবা উচিত, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড কেন তাদের হাতছাড়া হল।” অনেকের মতে, ঝাড়খণ্ডে বিজেপির হোঁচট খাওয়ার অন্যতম কারণ প্রতিষ্ঠান বিরোধিতা। ৮১ আসনের রাজ্যের অধিকাংশ জায়গায় আদিবাসীরা একটা বড় কারণ। সেই সমস্ত অঞ্চলে অনুন্নয়নও একটা বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।
এই মুহূর্তে দেশ উত্তাল নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে। সাম্প্রতিক প্রেক্ষাপটে তাই এই ছোট রাজ্যের ভোটও সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। পর্যবেক্ষকদের মতে, ঝাড়খণ্ড ভোটে এনআরসি বা নাগরিকত্ব আইন কতটা প্রভাব ফেলেছে তা নিয়ে প্রশ্ন থাকলেও, বিরোধীরা এই ইস্যুকে যে বড় করে দেখানোর চেষ্টা করবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।
Post a Comment