বিষাক্ত ফেনার চাদরে ঢাকল ভারতের দীর্ঘতম সমুদ্রত, চিন্তিত পরিবেশবিদরা


Odd বাংলা ডেস্ক: পরিবেশ যে একটু একটু করে অবক্ষয়ের দিকে এগোচ্ছে, তার প্রমাণ এর আগেও পাওয়া গিয়েছে। এর আগে ছট পুজোর সময়ে যমুনা নদীতে ভেসে উঠেছিল বিষাক্ত ফেনা। আর এবার চেন্নাইয়ের মেরিনা বিচে ঢেকে গেল বিষাক্ত ফেনার চাদরে। 

বিশেষজ্ঞরা বলছেন যে, গত কয়েকদিনে চেন্নাইয়ে ভারি বৃষ্টিপাতের ফলে নর্দমার আবর্জনা এবং ফয়ফেট বাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়েছে। পাশাপাশি সমুদ্রতটে উপস্থিত রাসায়নিকের কারণেও এই সাদা ফেনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে, তারা যেন সমুদ্রে না যান, কারণ এইসব রাসায়নিকের প্রভাবে ত্বকের কোনও মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু তা সত্ত্বেও সমুদ্রতটে এক মহিলা তার ছেলের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। ভারতের দীর্ঘতম সমুদ্রতট হল এই মেরিনা বিচ। কিন্তু সেই সমুদ্রতট আজ কার্যত বিপর্যস্ত। তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর তরফে জানানো হয়েছে যে, তারা ওই বিষাক্ত ফ্যানার নমুনা সংগ্রহ করেছে এবং তা পরীক্ষা করে দেখা হবে। সৈকতের প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বিষাক্ত ফেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সকলে। 
Blogger দ্বারা পরিচালিত.