বছরের শেষে কাঁপিয়ে দিয়ে নতুন বছরে কমবে শীত, জানাচ্ছে হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে বছরের শেষে জাঁকিয়ে শীত পড়বে, সেইসঙ্গে নতুন বছরের শুরুতে ঠান্ডা খানিকটা কোণঠাসা হবে। আকাসে খানিকটা মেঘ-বৃষ্টির লুকোচুরিও চলতে থাকবে বলেও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার সারাদিন আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির সম্ভবনা নেই। যদিও রবিবার থেকে সোমবারের মধ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনার কথাও জানানো হয়েছে। অন্যদিকে এদিন সকাল থেকে জেলায় জেলায় জাঁকিয়ে পড়েছে শীত। এক লাফে অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। 

প্রসঙ্গত, বঙ্গোপসাগর সংলগ্ন হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখনওই একটানা অনেকদিন ঠান্ডা থাকে না। তাপমাত্রা ওঠা-নামা লেগেই থাকে। এখনও পর্যন্ত মাত্র একদফাতেই জাঁকিয়ে শীত অনুভব করেছে কলকাতা।
Blogger দ্বারা পরিচালিত.