বাড়িতে আপত্তি, থানার মধ্যেই ফুল দিয়ে সাজিয়ে যুগলের বিয়ে দিলেন পুলিশরা
Odd বাংলা ডেস্ক: খুশনসিব এবং আবদুল মালিকের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু পরিবারের তরফে তাদের সম্পর্ক কোনওভাবেই মেনে নেওয়া হচ্ছিল না। কোনও উপায় না দেখা ওই যুগল কিন্তু পালিয়ে বিয়ে করেননি, তাঁরা থানায় যান পুলিশের সাহায্য নিতে। এরপর পুলিশ মধ্যস্থতা করে তাদের বিয়ের ব্যপারে দুই পরিবারের সঙ্গে আলোচনা শুরু করে।
কিন্তু যুগলের পরিবার তাঁদের সিদ্ধান্তে অনড় থাকে এবং তাঁরা ওই দুজনের বিয়ে কোনওভাবেই মত নেই তাদের। কিন্তু অবশেষ সেই যুগলের পাশে দাঁড়ালেন পুলিশরাই। তারাই উদ্যোগ নিয়ে ওই যুগলের বিয়ে দেন তাও আবার পুলিশ স্টেশনের মধ্যে। এমনই অবাক করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে।
পাঠানপুরা মহল্লার বাসিন্দা আবদুল মালিক মির্জাপুর থানার অন্তর্গত গান্ধেয়াবাদ গ্রামের খুশানাসিবের প্রেমে পড়েন। তারা দুজনেই বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের কারণে তারা বিয়ে করতে পারছিলেন না। কিন্তু তাঁরা দুজনেই যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় পুলিশ। বিয়ের পর ওই দম্পতি জানিয়েছেন, তাঁদের কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তাঁরা পুলিশের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন। বিয়ের অনুষ্ঠানের জন্য থানা সাজানোও হয়েছিল এবং বিয়ের অনুষ্ঠান দেখতে থানার বাইরে ভিড় জমে গিয়েছিল।
Post a Comment