শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় 'পবন', কোথায় পড়বে এর প্রভাব


Odd বাংলা ডেস্ক: শুক্রবার ভারতের আবহাওয়া অধিদফতরের তরফে, ঘূর্ণিঝড় পবন নিয়ে জারি করা হয়েছে সতর্কতা। ইতিমধ্যে ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে গুজরাতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। 

প্রসঙ্গত, আফ্রিকার উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ ধারণ করতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত উপকূলে মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এবং গত সপ্তাহের শেষে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করা হয়েছিল। 

একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় পবনের জেরে সৌরাষ্ট্র ও কচ্ছের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.