কটন বাডে কান খোঁচান, অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ
Odd বাংলা ডেস্ক: অনেকেরই কান খোঁচানোর একটা স্বভাব থাকে। কাগজের কোণা রোল করে মুড়ে নিয়ে অথবা কটন বাডের সাহায্যে কান খোঁচানোর স্বভাব থাকে, তবে এইভাবে কান খোঁচানো কি আদৌ যুক্তিযুক্ত? বিশেষজ্ঞরা বলেন, কটনবাডের সাহায্যে কান খোঁচানো মোটেই সুঅভ্যাস নয়। আপনার কোনও ধারণা নেই যে, আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন।
- কটন বাড ব্যবহারের ফলে কী কী ক্ষতি হতে পারে জেনে নিন-
- কটন বাড ব্যবহারের ফলে কানের ভিতরের ময়লা আরও বেশি ভিতরে ঢুকে যায়।
- কানের পর্দার আরও কাছে পৌঁছে যায় ময়লা।
- কানের মধ্যে থেকে যতটা না ময়লা বের হয়, তার চেয়ে বেশি ভিতরেই থেকে যায়।
- কানে ক্ষত সৃষ্টির আশঙ্কা অনেক বেড়ে যায়।
- আঘাত লাগলে কানের পর্দা ফেটে যাওয়ারও আশঙ্কা থাকে।
- এমনকী কানের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।
- শোনার ক্ষমতা হারানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
- নষ্ট হয়ে যেতে পারে শরীরের ভারসাম্য।
Post a Comment