ধর্ষণের প্রতিবাদে টানা ১৩ দিন অনশনের জের, হাসপাতালে ভর্তি দিল্লি মহিলা কমিশনের প্রধান
Odd বাংলা ডেস্ক: সারা দেশ জুড়়ে যেভাবে একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসছে, তখন তারই প্রতিবাদে সরব হয়েছিলেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। ধর্ষকদের দ্রুত কঠোর শাস্তির দাবি করেন তিনি।
আর সেই কারণেই গত ২ ডিসেম্বর থেকে দিল্লির যন্তরমন্তরে আমরণ অনশনে নামেন স্বাতী। এই পদক্ষেপ নেওয়ার সময়ে একাধিক বাধার সম্মুখীন হতে হয় তাঁকে। এমনকী পুলিশের বিরুদ্ধেও অসহযোগীতার অভিযোগ তোলেন তিনি। অনশন চলাকালীনও তাঁর ওপর বিভিন্নভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ। কিন্তু কোনওকিছুকেই আমল না দিয়ে অনশন চালিয়ে যান তিনি। কিন্তু টানা ১৩দিন অনশনের পর অসুস্থ হয়ে পড়েন তিনি।
Delhi Commission for Women (DCW) Chief, Swati Maliwal who is on a hunger strike demanding death penalty for convicts in rape cases within 6 months, taken to LNJP hospital after she falls unconscious. #Delhi (file pic) pic.twitter.com/BnsRpd2X3E— ANI (@ANI) December 15, 2019
শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবণতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি হাসপাতালে যেতে অস্বীকার করেন। এরপর রবিবার অবস্থার ক্রমাগত অবণতি দেখে তাঁকে তড়িঘড়ি দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও তিনি ধর্ষণের মামলায় দোষীদের ৬ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের দাবীতে গলা তুলেছিলেন এবং প্রতিবাদও করেছিলেন।
Delhi: Delhi Commission for Women (DCW) Chief, Swati Maliwal who is on a hunger strike demanding death penalty for convicts in rape cases within 6 months, taken to LNJP hospital after she falls unconscious. pic.twitter.com/WUvc5yT0zI— ANI (@ANI) December 15, 2019
Post a Comment