মিড-ডে মিলে ইঁদুর, যোগী-রাজ্যে অসুস্থ ৯ পড়ুয়া, ভর্তি হাসপাতালে


Odd বাংলা ডেস্ক: ফের মিড-ডে মিল বিভ্রাট উত্তরপ্রদেশের মুজফফরনগরে। সেখানকার একটি সরকারি স্কুলের মিড-ডে মিলে মরা ইঁদুর পাওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে শিশুদের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে কি আদৌ চিন্তিত কতৃপক্ষ! 

মঙ্গলবার পাচেন্দার জনতা ইন্টার কলেজ গভর্নমেন্ট স্কুলে দুপুরের খাবারে নিয়ম মেনেই ভাত এবং ডাল পরিবেশন করা হয়। এরপর তা খেতেও শুরু করে স্কুল পড়ুয়ারা। তারপর মিড-ডে মিল থেকে উদ্ধার হয় একটি মরা ইঁদুর। অভিযোগ ওই খাবার খাওয়ার পর থেকেই ৯জন পড়ুয়ার শারীরিক অবস্থার অবণতি ঘটতে থাকে। অসুস্থ ছাত্রদের অবিলম্বে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। 

সূত্রের খবর, স্কুলের মিড-ডে মিল সরবরাহের দায়িত্বে ছিল হাপুর-ভিত্তিক জনকল্যাণ সেবা সমিতি নামে একটি সংস্থা। কীভাবে ঘটল এমন ঘটনা সে প্রশ্নের উত্তর এখনও অধরা । তবে শিশুদের মিড-ডে মিল নিয়ে এর আগেও যোগী-রাজ্যে নানারকমের অভিযোগ উঠেছে। শিশুদের নুন-রুটি দেওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন বারবার কর্তব্যে গাফিলতি হচ্ছে- এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। 
Blogger দ্বারা পরিচালিত.