মরশুমের শীতলতম দিন দেখল রাজধানী, তাপমাত্রা নেমেছে ২.৪ ডিগ্রিতে
Odd বাংলা ডেস্ক: শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিন ধরে তাপমাত্রা আরও কমবে এবং শীতল থেকে শীতলতম অনুভূত হবে।
Delhi: Dense fog at Rajpath this morning. Temperature of 2.4°C was recorded in Delhi at 6:10 am, today. pic.twitter.com/mHpEsaaUcj— ANI (@ANI) December 28, 2019
ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সকাল ৬.১০ মিনিট পর্যন্ত শহরের তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত শৈত্য প্রবাহের পাশাপাশি তীব্র শীতল অনুভূত হবে।
Delhi coldest day with Less visibility. #DelhiWeather pic.twitter.com/Iud9W8ODxx— Aiman khan (@aiman3k) December 28, 2019
তীব্র শীতল বাতাস এবং কুয়াশা বৃদ্ধির কারণে দিল্লির বাতাসের গুণমানও খারাপ থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সও নিম্নমুখী। তবে এই পরিস্থিতি খানিকটা হলেও ৩১ ডিসেম্বর কেটে যাবে। কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে ওইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Post a Comment