দেশ জুড়ে কুয়াশা, উড়লো না বিমান, আটকে বহু ট্রেন


Odd বাংলা ডেস্ক: গত কাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ আনন্দ বিহার ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ পর্যবেক্ষণ জানাচ্ছে আবহাওয়ার চরম অবনতি হয়েছে ৷ ও ঘন কুয়াশা দিল্লিকে ঢেকে রেখেছে ৷ ফলে অন্তত ৩০টি ট্রেন দেরিতে ছেড়েছে ৷ শুধু তাই নয়, যানজটে থমকে রয়েছে দিল্লির রাস্তাও ৷ দিল্লি-নয়ডা রোডে প্রচণ্ড কুয়াশা থাকায় গাড়ি ধীরে চলছে ৷ প্রতিটি গাড়িকে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ৫০ মিটারের থেকে বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না ৷

দিল্লি-কলকাতা বিমান চলাচলও ব্যহত হয়েছে ৷ অন্তত ৮টি বিমান দেরিতে চলছে বলে জানা গিয়েছে ৷ লাইভ স্টেটাসের মাধ্যমে যাত্রীদের বিমান চলাচল সম্পর্কে খোঁজখবর রাখতে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ ৷

আজ সকালে ‘রেড কোডেড’ সতর্কতা জারি হয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিহারে। আবহাওয়া চরম অবস্থায় পৌঁছলে সাধারণ মানুষকে সাবধান করার জন্য এ ধরনের সতর্কতা জারি করা হয়। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, আরও ২ দিন দিল্লিতে শৈত্য প্রবাহ চলবে ৷
Blogger দ্বারা পরিচালিত.