রেস্তোরাঁয় খেতে এলে 'ফিশ পেডিকিওর' পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, জানেন কোথায়
Odd বাংলা ডেস্ক: ফিশ পেডিকিওর-এর কনসেপ্ট আজকের দিনে অনেকের কাছেই খুব একটা অজানা নয়। এক ঝাঁক মাছ দিয়ে আপনার পায়ের মরা কোষগুলি খাওয়ানোর সাহায্যে করা হয় ফিশ পেডিকিওর। তবে এবার এই পেডিকিওর আপনি পেতে পারে, সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু কোথায়!
ইন্দোনেশিয়ার 'সোতো কাকরো' নামে এক রেস্তোরাঁয় ট্রাডিশনাল একধরণের খাবার পাওয়া যায়, যার স্বাদের জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তা চেখে দেখতে। রেস্তোরাঁটি বিখ্যাত তাঁর অভাবনীয় অন্দরসজ্জার জন্য। প্রথমত এই রেস্তোরায় জুতো পরে ঢোকা যায় না। জুতো খুলে রেখে আসতে হয় বাইরের কাউন্টারে। এবার রেস্তোরাঁয় ঢুকলেই আপনার চোখে পড়বে জল থইথই করছে চারিদিক।
আর সেই জলে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। আর এইসব মাছগুলিই আপনার পায়ের মরা কোষগুলি খুঁটে খেয়ে নেয় এবং এইভাবে ফিশ পেডিকিওরের কাজ করে। এইভাবে একদিকে ফিশ পেডিকিওর করার পাশাপাশি আপনি সেরে ফেলতে পারেন খাওয়া-দাওয়া। তবে অনেক গ্রাহক আবার পেডিকিওর করাতে ভয় পান, তবে চাইলে কেউ পেডিকিওর নাও করাতে পারেন। সেক্ষেত্রে টেবিলের পাদানিতে পা তুলে খাওয়ার বন্দোবস্তও রয়েছে।
প্রসঙ্গত দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে একাধিক স্পা বছরের পর বছর ধরে বিভিন্ন ত্বকের সমস্যার সমাধান করে আসছে ফিশ পেডিকিওরের মাধ্যমে। তবে রেস্তোরাঁয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিষেবা খুবই অভিনব
Post a Comment