সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমের সম্পর্ক জাহির করছেন? বিপদ হতে পারে...


Odd বাংলা ডেস্ক: একে অপরকে খুব ভালবাসেন, একে অপরের ছাড়া এক পা-ও চলতে পারেন না, কিন্তু নিজেদের এই ভালবাসার কথা জাহির করে বেড়ান সোশ্যাল মিডিয়ায়। দুজনের একসঙ্গে ছবি পোস্ট করা থেকে শুরু করে একে অপরের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। বাদ যায় না কিছুই। কিন্তু সবাইকে কতটুকু জানাবেন, কোথায় থামবেন ইত্যাদি কোনও দিকেই মাথা ঘামাচ্ছেন না। সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে জেনে নিন সোশ্যাল মিডিয়ায় প্রেম জাহির করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

১) সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন নিজেদের ছবি পোস্ট করবেন না। বিশেষ করে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তো একেবারেই নয়। 
২) আর নিজের সব ছবি সঙ্গীকে ট্যাগ করবেন না। হতে পারেন 'দো দিল এক জান'- কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা সবসময় জাহির করার কোনও প্রয়োজন নেই। 

৩) সঙ্গীকে আপনার সব পোস্টে কমেন্ট করতে বাধ্য করবেন না, আবার একইভাবে আপননিও আপনার সঙ্গীর সব পোস্ট কমেন্ট করবেন না। 

৪) কথায় কথায় আদরের নাম ধরে প্রকাশ্যে কখনওই ডাকবেন না।

৫) সব বিষয়ে হার্ট ইমোটিকন, বা কিস ইমোটিকন ব্যবহার করবেন না। 

৬) সঙ্গীর অনিচ্ছায় কোনও ছবি পোস্ট করবেন না।

৭) আপনার সঙ্গী পছন্দ করেন না এমন কোনও অ্যাকটিভিটিস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। 

কথাগুলো একটু কড়া মনে হলেও বা খানিকটা জ্ঞানমুলক বলে মনে হলেও না হয় মেনেই চলুন না। অপরের খারাপ নজর বা খারাপ চাওয়া আপনাদের স্পর্শও করতে পারবে না। 
Blogger দ্বারা পরিচালিত.