চলছে বলয়গ্রাস সূর্যগ্রহণ, গ্রহণ চলাকালীন কী করবেন আর কী করবেন না, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। গ্রহণ চলাকালীন যে বিষয়গুলি মাথায় রাখা উচিত সেগুলি কী কী জেনে নিন। খালি চোখে কখনওই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এইসময় সূর্যরশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে, যার ফলে তা চোখের ওপর খুবই খারাপ প্রভাব পড়তে পারে। এমনকী দৃষ্টিশক্তিও হারাতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

টেলিস্কোপ, সানগ্লাস বা দূরবীন-কোনও কিছুর সাহায্যে গ্রহণ দেখার সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।সানগ্লাস পরে বা ঘষা কাঁচ দিয়েও এই গ্রহণ দেখা উচিত নয়। আয়ুর্বেদশাস্ত্র অনুসারে, সূর্যগ্রহণ চলাকালীন খাবার খেতে নিষেধ করা হয়। একমাত্র বয়স্ক মানুষ, অসুস্থ ও গর্ভবতী মহিলারা হালকা খাবার খেতে পারে বলে জানানো হয়েছে।

অনেকে আবার এও মনে করেন, গর্ভবতী মহিলার গর্ভে থাকা শিশুর জন্য সূর্যগ্রহণ অত্যন্ত বিপদজনক। তাই গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়।বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্লাস বা সোলার ফিল্টার দিয়েই এই গ্রহণ দেখা উচিত। বাজারে আইএসও স্বীকৃত বিশেষ সোলার গ্লাস পাওয়া যায়, যা দিয়ে গ্রহণ দেখা নিরাপদ।
Blogger দ্বারা পরিচালিত.