ভাঙা হচ্ছে কিংবদন্তী চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের বাড়ি, তৈরি হবে সাইকেল স্ট্যান্ড!


Odd বাংলা ডেস্ক: ভেঙে ফেলা হচ্ছে প্রবাদ প্রতীম চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের বাসভূমি। বাংলাদেশের রাজশাহীর মিয়াপাড়ায় ঋত্বিক ঘটকের বাড়ির জায়গায় তৈরি হবে সাইকেল রাখার স্ট্যান্ড। আর সেই কারণেই ভেঙে ফেলা হচ্ছে তাঁর বাড়ি। সূত্রের খবর, এখনও পর্যন্ত বাড়ির অনেকটা অংশই ভেঙে ফেলা হয়েছে বলে খবর। একটি কলেজের সাইকেল স্ট্যান্ড তৈরি করার জন্য ভাঙা হচ্ছে বলে খবর। 

এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই প্রতিবাদ আন্দোলনে নেমেছেন সংস্কৃতিমনষ্ক মানুষ। রাজশাহীর জেলা প্রশাসনের কাছে একটি চিঠি জমা দিয়েছেন তাঁরা, যাতে বাড়ি ভাঙা অবিলম্বে বন্ধ করা যায়। পাশাপাশি ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মতো একাধিক সংগঠন এর প্রতিবাদে একজোট হয়েছেন। প্রসঙ্গত, এই বাড়িতে থাকার সময়েই কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নাট্যচর্চাও করেছেন। ঐতিহ্যমণ্ডিত এই বাড়ি ভেঙে ফেলা নিয়ে এবং যে কারণে ভেঙে ফেলা হচ্ছে তা নিয়েই প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংস্কৃতিমনষ্ক মানুষ। 
Blogger দ্বারা পরিচালিত.